আজ ২২ মার্চ ২০১২ তারিখ সি-ইন-এড ২০১১ শিক্ষাবর্ষ (২য় শিফট) এর ফলাফল প্রকাশিত হয়েছে। সিলেট পিটিআই এর সুপার মহোদয় সি-ইন-এড বোর্ড থেকে জানিয়েছেন ১ম বিভাগ পেয়েছেন-১০২জন, ২য় বিভাগ পেয়েছেন-৯১ জন ও ফেল করেছেন- ২২ জন। বিস্তারিত ফলাফল এখনো আমাদের হাতে এসে পৌছায়নি।
