ডিপিএড প্রোগ্রাম ২০১5-১6 শিক্ষাবর্ষে ভর্তি শুরু
সিলেট পিটিআই সহ দেশের ২৮টি পিটিআইতে এবার ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রশিক্ষণে ভর্তি শুরু হয়েছে। ভর্তির শেষ তারিখ 15/১২/২০১৪ খ্রিঃ।
সিলেট পিটিআইতে ভর্তি হতে যা যা লাগবে :
১। উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত ডেপুটেশন আদেশের কপি। (মূল কপি ভর্তি ফরমের সাথে জমা দিবেন এবং প্রয়োজনে ফটোকপি করে ১ কপি নিজে সংরক্ষণ করবেন)
২। সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র। (২সেট ফটোকপি সত্যায়িত করে ভর্তি ফরমের সাথে জমা দিতে হবে এবং মূল কপি ভর্তির সময় প্রদর্শণ করে ফেরত নিয়ে যাবেন।)
৩। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত) ও ১কপি স্ট্যাম্প সাইজের ছবি।
৪। রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির ছাড়পত্র।
৫। ভর্তি ফি (৮50+১২50)= ২1০০/- অগ্রণী ব্যাংক, সুবিদবাজার শাখায়, জমা দিতে হবে।
সুপারিনটেনডেন্ট, পিটিআই, সিলেট, সঞ্চয়ী হিসাব নম্বর- ৩৪০০৪২৬২
ভর্তির জন্য ধারাবাহিক কার্যক্রম : * দেখুন প্রয়োজনীয় সকল কাগজপত্র সাথে এনেছেন কি না। সত্যায়িত করেছেন কি না।
* নির্ধারিত ব্যাংকে ২1০০/- টাকা জমা দিয়ে জমা রশিদ সাথে রাখুন
* পিটিআই অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করুন এবং যথাযথভাবে নিজ হাতে পূরণ করুন। * নিম্নের ক্রমানুসারে সাজিয়ে স্টেপলিং করুন :
(ক) ভর্তি ফরম (ফরমের উপরের অংশে ছবি স্টেপলিং করুন)
(খ) ডেপুটেশন আদেশের মূল কপি
(গ) এসএসসি, এইচএসসি, বিএ, এমএ (সনদপত্র সত্যায়িত ১ম সেট)
(ঘ) এসএসসি, এইচএসসি, বিএ, এমএ (সনদপত্র সত্যায়িত ২য় সেট)
(ঙ) কমিটির ছাড়পত্র (রেজিস্টার্ড বিদ্যালয়ের শিক্ষকের ক্ষেত্রে)
* এবার টাকা জমাদানের রশিদসহ অফিসে জমা দিন।
* উপজেলা ভিত্তিক টপসীটে আপনার নামসহ তথ্যাদি পূরণ করুন।
* ভর্তি রশিদ সংগ্রহ করুন।
ক্লাস শুরু : ০১ জানুয়ারি ২০১৫ খ্রিঃ “পিটআইতে উপস্থিতি- সকাল ৯:০০টা”, "উদ্বোধনী অনুষ্ঠান- সকাল ১১.০০টা"
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য :
# সন্তান সম্ভবা কেউ ভর্তি হতে পারবেন না।
# ডিপিএড কোর্স চলাকালীন সময়ে সন্তান নিতে পারবেন না।
# আন্তঃপিটিআই বদলির আবেদন ভর্তির সময়ই জমা দিতে হবে (শুধুমাত্র ডিপিএড কোর্স হচ্ছে এমন পিটিআইতে বদলি হতে পারবেন।)
# ডিপিএড কোর্সে এক নাগাড়ে ১০দিনের অধিক অনুপস্থিত থাকলে কোর্স বাতিল হয়ে যাবে এবং কোর্স মেয়াদে ২০ দিনের অধিক অনুপস্থিত থাকলে কোর্স বাতিল হয়ে যাবে।
# সকল ক্লাসে উপস্থিত থাকতে হবে। যেকোন একটি ক্লাসে অনুপস্থিত থাকে ঐ পূর্ণ দিনই অনুপস্থিত বলে গণ্য করা হবে।
সিলেট পিটিআইতে ভর্তি হতে যা যা লাগবে :
১। উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত ডেপুটেশন আদেশের কপি। (মূল কপি ভর্তি ফরমের সাথে জমা দিবেন এবং প্রয়োজনে ফটোকপি করে ১ কপি নিজে সংরক্ষণ করবেন)
২। সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র। (২সেট ফটোকপি সত্যায়িত করে ভর্তি ফরমের সাথে জমা দিতে হবে এবং মূল কপি ভর্তির সময় প্রদর্শণ করে ফেরত নিয়ে যাবেন।)
৩। ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত) ও ১কপি স্ট্যাম্প সাইজের ছবি।
৪। রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির ছাড়পত্র।
৫। ভর্তি ফি (৮50+১২50)= ২1০০/- অগ্রণী ব্যাংক, সুবিদবাজার শাখায়, জমা দিতে হবে।
সুপারিনটেনডেন্ট, পিটিআই, সিলেট, সঞ্চয়ী হিসাব নম্বর- ৩৪০০৪২৬২
ভর্তির জন্য ধারাবাহিক কার্যক্রম : * দেখুন প্রয়োজনীয় সকল কাগজপত্র সাথে এনেছেন কি না। সত্যায়িত করেছেন কি না।
* নির্ধারিত ব্যাংকে ২1০০/- টাকা জমা দিয়ে জমা রশিদ সাথে রাখুন
* পিটিআই অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করুন এবং যথাযথভাবে নিজ হাতে পূরণ করুন। * নিম্নের ক্রমানুসারে সাজিয়ে স্টেপলিং করুন :
(ক) ভর্তি ফরম (ফরমের উপরের অংশে ছবি স্টেপলিং করুন)
(খ) ডেপুটেশন আদেশের মূল কপি
(গ) এসএসসি, এইচএসসি, বিএ, এমএ (সনদপত্র সত্যায়িত ১ম সেট)
(ঘ) এসএসসি, এইচএসসি, বিএ, এমএ (সনদপত্র সত্যায়িত ২য় সেট)
(ঙ) কমিটির ছাড়পত্র (রেজিস্টার্ড বিদ্যালয়ের শিক্ষকের ক্ষেত্রে)
* এবার টাকা জমাদানের রশিদসহ অফিসে জমা দিন।
* উপজেলা ভিত্তিক টপসীটে আপনার নামসহ তথ্যাদি পূরণ করুন।
* ভর্তি রশিদ সংগ্রহ করুন।
ক্লাস শুরু : ০১ জানুয়ারি ২০১৫ খ্রিঃ “পিটআইতে উপস্থিতি- সকাল ৯:০০টা”, "উদ্বোধনী অনুষ্ঠান- সকাল ১১.০০টা"
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য :
# সন্তান সম্ভবা কেউ ভর্তি হতে পারবেন না।
# ডিপিএড কোর্স চলাকালীন সময়ে সন্তান নিতে পারবেন না।
# আন্তঃপিটিআই বদলির আবেদন ভর্তির সময়ই জমা দিতে হবে (শুধুমাত্র ডিপিএড কোর্স হচ্ছে এমন পিটিআইতে বদলি হতে পারবেন।)
# ডিপিএড কোর্সে এক নাগাড়ে ১০দিনের অধিক অনুপস্থিত থাকলে কোর্স বাতিল হয়ে যাবে এবং কোর্স মেয়াদে ২০ দিনের অধিক অনুপস্থিত থাকলে কোর্স বাতিল হয়ে যাবে।
# সকল ক্লাসে উপস্থিত থাকতে হবে। যেকোন একটি ক্লাসে অনুপস্থিত থাকে ঐ পূর্ণ দিনই অনুপস্থিত বলে গণ্য করা হবে।
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৩.১২.২০১৪ খ্রিঃ তারিখ হতে ২৩/১২/২০১৪ তারিখ পর্যন্ত সিলেট পিটআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি ফরম বিতরণ করা হবে।
আগামী ২৪.১২.২০১৪ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
