Blogger Widgets Blogspot Tutorial

সি-ইন-এড পরীক্ষা জুন-২০১২ এর ফলাফল প্রকাশ হয়েছে


সি-ইন-এড ২০১১ শিক্ষাবর্ষ (২য় শিফট) এর মূল সনদপত্র বিতরণ শুরু



সি-ইন-এড ২০১১ শিক্ষাবর্ষ (২য় শিফট) এর মূল সনদপত্র সিলেট পিটিআইতে ২০/০৯/২০১২ তারিখ এসে পৌছেছে। ২৪/০৯/২০১২ তারিখ থেকে অফিস চলাকালীন সময়ে প্রার্থী নিজে মূল সনদপত্র গ্রহণ করতে পারবেন।

মূল সনদপত্র গ্রহণের জন্য সুপার মহোদয় বরাবরে একটি আবেদনপত্র (প্রবেশপত্রের ফটোকপি সহ ) দিতে হবে।

বিশেষ প্রয়োজনে যোগাযোগ- ০১৭১২৫০৩৮৬৩

সি-ইন-এড পরীক্ষা ডিসেম্বর-২০১১ এর ফলাফল প্রকাশ হয়েছে


সি-ইন-এড পরীক্ষা ডিসেম্বর-২০১১ এর ফলাফল প্রকাশ হয়েছে

আজ ২২ মার্চ ২০১২ তারিখ সি-ইন-এড ২০১১ শিক্ষাবর্ষ (২য় শিফট) এর ফলাফল প্রকাশিত হয়েছে। সিলেট পিটিআই এর সুপার মহোদয় সি-ইন-এড বোর্ড থেকে জানিয়েছেন ১ম বিভাগ পেয়েছেন-১০২জন, ২য় বিভাগ পেয়েছেন-৯১ জন ও ফেল করেছেন- ২২ জন। বিস্তারিত ফলাফল এখনো আমাদের হাতে এসে পৌছায়নি। 

১৫/০২/২০১২ তারিখ বুধবার সি-ইন-এড ২০১১ শিক্ষাবর্ষ (২য় শিফট) এর প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

অনেক পরিশ্রম এবং ঝামেলা শেষে সি-ইন-এড প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা স্থানীয় হিসাবরক্ষণ অফিস হতে পাস হলো। "আলহামদুল্লিাহ"। সিলেট পিটিআইতে সি-ইন-এড প্রশিক্ষণার্থীদের জুলাই-২০১১ তারিখ হতে পিইডিপি-২ প্রকল্প সমাপ্ত হওয়ার কারণে প্রশিক্ষণভাতা বন্ধ ছিল। উক্ত প্রশিক্ষণ ভাতার বরাদ্দ পিইডিপি-৩ প্রকল্প চালু হওয়ার পর গত মাসে পাওয়া যায়।

আজ প্রশিক্ষণ ভাতার বিলটি স্থানীয় হিসাব রক্ষণ অফিস হতে পাস হয়। আগামী ১৫/০২/২০১২ তারিখ বুধবার উক্ত ভাতা ২য় শিফট প্রশিক্ষণার্থীদের মাঝে বিতরণ করা হবে ইনশাআল্লাহ।
সকল প্রশিক্ষণার্থীগণকে ১৫/০২/২০১২ তারিখ দুপুর ১২:০০ টার মধ্যে পিটিআইতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা গেল।

সি-ইন-এড ২০১০-১১ শিক্ষাবর্ষ (১ম শিফট) এর মূল সনদপত্র বিতরণ শুরু

সি-ইন-এড ২০১০-১১ শিক্ষাবর্ষ (১ম শিফট) এর মূল সনদপত্র সিলেট পিটিআইতে ০৮/০২/২০১২ তারিখ এসে পৌছেছে। ১২/০২/২০১২ তারিখ থেকে অফিস চলাকালীন সময়ে প্রার্থী নিজে মূল সনদপত্র গ্রহণ করতে পারবেন।
মূল সনদপত্র গ্রহণের জন্য সুপার মহোদয় বরাবরে একটি আবেদনপত্র (প্রবেশপত্রের ফটোকপি সহ ) দিতে হবে।
বিশেষ প্রয়োজনে যোগাযোগ- ০১৭১২৫০৩৮৬৩