১৮ মাস ব্যাপী ডিপিএড প্রোগ্রামের পায়লটিং কার্যক্রমের জন্য ডিপিএড ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৭টি বিভাগ (ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, সাগরদী, সিলেট এবং রংপুর পিটিআই) নির্বাচন করা হয়েছে। পায়লটিং কার্যক্রমের জন্য ২০১২ শিক্ষাবর্ষে (জানুঃ-ডিসেঃ) নির্বাচিত পিটিআইসমূহে দ্বিতীয় শিফট বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে বিধায় উক্ত ৭টি পিটিআইতে ২য় শিফটে ভর্তি করা যাবে না। বিষয়টি ইতোমধ্যে নেপ এর স্মারক নম্বর ৩৮.৪১৩.০০.০২.২০১০.১০, ১৯ জুলাই, ২০১১ মোতাবেক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য যে, প্রস্তাবিত ডিপিএড প্রোগ্রাম ১ শিফট হবে।
উল্লেখ্য যে, প্রস্তাবিত ডিপিএড প্রোগ্রাম ১ শিফট হবে।
